বোরনের অভাবজনিত লক্ষণ :
পাতা খর্বকায় ও কোঁকড়ানো হয় এবং নেতিয়ে পড়ে। কান্ড ও পাতার বোঁটা এবং ফল ফেটে যায়। শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয়। কান্ডের অগ্রকোষ বা কচি কান্ডের বৃদ্ধি ব্যাহত হয়। বোরনের অভাবে সালোকসংশ্লেষন প্রক্রিয়া ব্যাহত হয়। আলু ও বিভিন্ন ফলের উপর বিবর্ণ াগ পড়ে। উদ্ভিে বন্ধ্যাত্ব দেখা দেয়। বীজের সংখ্যা খুব কমে যায়।
প্রয়োগক্ষেত্র :
ধান, গম, ইক্ষু, ভ‚ট্টা, চা, তুলা, মরিচ, টমেটো, আলু, বেগুন, করল্লা, ঢেঁড়শ, তরমুজ, শসা, পটল, কাঁকরোল, শিম, কুমড়া, গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা সহ মূল জাতীয় ফসল, সরিষা, মটর, ছোলাসহ তৈল ও ডালজাতীয় ফসল এবং কলা, আনারস, আম, লেবু, পেয়ারা, ড্রাগন যাবতীয় ফল গাছ ও শোভা বর্ধনকারী ফুল ও অন্যান্য গাছ।
প্রয়োগ পদ্ধতি :
মাটিতে এবং পাতায় স্প্রে দুইভাবেই প্রয়োগ করা যায়। সার/বালু/ছাই/ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে জমি তৈরির শেষ চাষে প্রয়োগ করতে হবে। ফসলে বোরনের অভাব খো েিল মাত্রানুযায়ী পানিতে মিশিয়ে শেষ বিকালে স্প্রে করতে হবে।
প্রয়োগ মাত্রা :
ফসলের দ্রæত বর্ধনকালে প্রতি লিটার পানিতে ১-১.৫ গ্রাম বিডি সুপার বোরন মিশিয়ে গাছে স্প্রে করুন। ফসলের ফুল বা ফল ধরার সময় হতে শুরু করে ১৫ দিন অন্তর অন্তর দ্বিতীয় বার প্রয়োজনে তৃতীয় বার স্প্রে করতে হবে। ভিন্ন ভিন্ন ফসলের প্রয়োজন মোতাবেক প্রয়োগ মাত্রা কম বেশি হতে পারে। বিডি সুপার বোরন মাটিতেও সরাসরি প্রয়োগ করা যায়। বিঘা প্রতি ৪০০/৫০০ গ্রাম বিডি সুপার বোরণ অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।